১৫ আগস্টের ঘটনায় জিয়া ওতপ্রোতভাবেই জড়িত : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের সব অপকর্মের মুখোশ উন্মোচন করা হবে। কমিশন গঠন করে জিয়াউর রহমানের সব অপকর্মের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি।
শুক্রবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর গুলিস্তানের শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা ও শিশু-কিশোরদের ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমান ওতপ্রোতভাবেই জড়িত বলেও মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন