১৫ প্রতিষ্ঠানকে শোকজ, অ্যাসিড লাইসেন্স নবায়ন না করায়

অ্যাসিড উৎপাদন ও আমদানির লাইসেন্স নবায়ন না করায় ১৫টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। রোববার (২৮ আগস্ট) প্রতিষ্ঠানগুলোকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে নবায়নযোগ্য লাইসেন্সটি যথাসময়ে (৩১ মে) আবেদন করেননি। এ অবস্থায় ‘অ্যাসিড (আমদানি, উৎপাদন, মজুদ, পরিবহন, বিক্রয় ও সরবরাহ) নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৪’ এর ২৮ (২) বিধি মোতাবেক কেন আপনার লাইসেন্স বাতিলের উদ্যোগ গ্রহণ করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে অনলাইনে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হয়েছে।

মেসার্স এস আলম সয়াসিড এক্সাটাইকশন লিমিটেড, মেসার্স আলপনা কর্পোরেশন লিমিটেড, মেসার্স মৃধা ট্রেডার্স, তানবীর অয়েলস লিমিটেড, দি ডেল্টা কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অগ্রণী ইন্টারন্যাশনাল, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, ক্লিফটন কটন মিলস্ লিমিটেড, মেসার্স অ্যাকটিভ ফাইল কেমিক্যালস লিমিটেড, বার্জার পেইন্টস লিমিটেড, গ্রাম বাংলা এগ্রো অ্যান্ড ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ ফার্টিলাইজার লিমিটেড, মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, জিনইউয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএসকে কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এম এইচ ট্রেড ইন্টারন্যাশনালকে নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে ১৭টি প্রতিষ্ঠানকে লাইসেন্স নবায়ন না করায় কারণ দর্শানোর নোটিশ দেয় সুরক্ষা সেবা বিভাগ।

আমদানি লাইসেন্স নবায়ন করে থাকে। এজন্য নির্দিষ্ট ফরমে সুরক্ষা সেবা সচিব বরাবর আবেদন করতে হয়। গত ১ জুলাই থেকে অ্যাসিড উৎপাদন ও আমদানির লাইসেন্স এবং লাইসেন্সের নবায়ন শুধু অনলাইনে নেওয়া হচ্ছে।