১৫ বছরে ফ্যাসিস্ট সরকার যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল: ফজলে হুদা বাবুল
নওগাঁর বদলগাছীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট। ফুটবল ম্যাচে নওগাঁ ও থামুইরহাট দল অংশগ্রহণ করে। আজ বিকালে উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টিতে উদ্বোধন করেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল।
কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল।যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। কেন্দ্র থেকে ঘোষণা আসছে যে, প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা করতে হবে।
খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল এলাকার সর্বস্থরের মানুষের সঙ্গে দেখা স্বাক্ষাত ও কুশল বিনিময় করেন
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন