১৮দিন ধরে খোঁজ নেই মালেহা খাতুনের, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা মধ্য গোবিন্দপুর গ্রামের মোছাঃ মালেহা খাতুন (৪২) নামে এক মহিলা নিখোঁজ হয়েছেন। বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। তার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
নিখোঁজ মালেহা খাতুন কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা মধ্য গোবিন্দপুর গ্রামের মোঃ মোর্শেদ আলীর স্ত্রী। নিখোঁজের সময় তার পড়নে ছিল প্রিন্ট শাড়ি কাপড়, গায়ের রং উজ্জল শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল লম্বা হালকা সাদা, হালকা পাতলা স্বাস্থ্য উচ্চতা ৫ ফুট।
তার সন্ধানে এরইমধ্যে পরিবার ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে এবং আশপাশের এলাকায় ও জেলাগুলোতে খোঁজ করছেন। এ ঘটনায় হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং (৩৬২) হোসেনপুর থানা।
মালেহা খাতুনের স্বামী মোঃ মুর্শিদ আলী জানান, আমার স্ত্রী গত ২৫/৬/২৫ ইং তারিখে দুপুরে তার বাবার বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে রাত গড়িয়ে এলেও সে আর বাড়ি ফেরেনি সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করে তাকে আর পাওয়া যায়নি। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার কিছু মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
যদি কেউ মালেহা খাতুনের সন্ধান পান বা কোনো তথ্য জেনে থাকেন, তাহলে ০১৯৯২-৭৮৮২০৯ অথবা ০১৬৯০-১৯৭২১৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছেন নিখোঁজ পরিবারের সদস্যরা।
এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, মহিলাটির সন্ধানে পুলিশ কাজ করছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন