১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে নারীর হাত, চিন্তিত চিকিৎসকরা!

অনেকেই নিজের কব্জি বা আঙুলকে অস্বাভাবিক ভাবে বাঁকাতে পারেন। তাই নিয়ে গর্বও করেনও কেউ কেউ। তকে এক ভারতীয় নারী নিজের হাতকে ১৮০ ডিগ্রি ঘোরাতে পারেন এবং তিনি এটাকে অসুখ বলতে নারাজ, এমনকি চিকিৎসা করাতেও তিনি রাজি নন।

জানা যাচ্ছে, ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বাসিন্দা সেই নারী কাঁধে প্রবল যন্ত্রণা নিয়ে হাসপাতালে পৌঁছান। পুদুচেরি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে’র চিকিৎসকরা তার কাঁধ পরীক্ষা করতে গিয়ে দেখেন, তা ‘নরম’ এবং সেই নারী তার হাতকে ১৮০ ডিগ্রি ঘোরাতে পারছেন।

‘ব্রিটিশ মেডিক্যাল জার্নাল কেস রিপোর্টস’-এ প্রকাশিত হয় ইই ঘটনার কথা। সেখানে চিকিৎসকরা সেই নারীর এক্স রে প্লেট পেশ করে দেখান যে, কাঁধের যে গোলাকার অংশটি বাহুকে জুড়ে রাখে, সেটি স্বস্থানে নেই।

এরপর চিকিৎসকরা নারীকে অস্ত্রোপচারের পরামর্শ দিলেও তিনি তাতে রাজি হননি। তার যুক্তি, এতে তার তেমন কোনও অসুবিধা হচ্ছে না।