১৮ বছরের ইতিহাসে যে ‘প্রথমের’ সুযোগ পেয়েও নিল না বাংলাদেশ
জিম্বাবুয়েকে কি ফলো অন করাবে বাংলাদেশ? মঙ্গলবার মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে এটিই ছিল বড় প্রশ্ন। বাংলাদেশ নিজেদের পরিকল্পনা নিয়ে মুখ খুলছিল না কিছুতেই। বুধবার সকাল পর্যন্ত অপেক্ষায় রাখল প্রতিপক্ষকে। সঙ্গে দর্শকদেরও।
প্রথম ইনিংসে ২১৮ লিড পেয়েও প্রতিপক্ষকে ফলো অন করাল না টাইগাররা। বুধবার ম্যাচের চতুর্থ দিন সকালে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে মাহমুদউল্লাহর দল। নিজেদের ১৮ বছরের টেস্ট ইতিহাসে প্রতিপক্ষকে প্রথম ফলো অন করানোর সুযোগ পেয়েও তা গ্রহণ করল না বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২২ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। মঙ্গলবার তৃতীয় দিন জিম্বাবুয়ে ৩০৪ রান করে অল আউট হয়। ফলে ফলো অনে পড়ে তারা।
আসলে বাংলাদেশ চতুর্থ ইনিংসে ব্যাট করাতে চেয়েছে জিম্বাবুয়েকে। তৃতীয় ইনিংসের চেয়ে ব্যাট করা অনেক কঠিন চতুর্থ ইনিংসে। তাছাড়া ফলো অন করালেও জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবে ফিরলে ম্যাচে জয় হাতছাড়াও হতে পারত। ক্রিকেটে নাটকের তো শেষ নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন