১৯ পার্ক দখল মুক্ত করার ঘোষণা দিলেন মেয়র
জল সবুজে ঢাকা প্রকল্পের মাধ্যমে বেদখলে থাকা ১২ টি খেলার মাঠ ও ১৯ টি পার্ক দখল মুক্ত করে আন্তর্জাতিক মানের সজ্জিত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগের মিতালী বিদ্যালয়ে ‘সবুজ ইশকুল গড়ি’ শ্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন বিদ্যাপিঠ গড়ার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র।
মেয়র জানান, নবীন ও প্রবীণ স্থাপতিদের মাধ্যমে ২০১৮ সালের মধ্যে ঢাকাকে অনিন্দ্য সুন্দর রূপ দেওয়া হবে।
সাঈদ খোকন বলেন, আমরা এ নগরীকে ভবিষ্যৎ প্রজন্মের সবুজ বাসযোগ্য সুন্দর করে তোলার জন্য কাজ করে যাচ্ছি। ছোট ছোট ছেলেমেয়েরা যেন সবুজের মাঝে বেড়ে উঠতে পারে সেজন্য সড়ক মিডিয়ানগুলিতে বৃক্ষ রোপন করা হয়েছে।
এছাড়া নাগরিকদের ছাদ, বাগান, আঙিনায়, বারান্দায় বৃক্ষরোপণ করলে ১০ ভাগ হোল্ডিং কর মওকুফ করা হয়েছে উল্লেখ করেন মেয়র।
পরিবর্তন চাই নামক এই আয়োজক সংগঠনের চেয়ারম্যান ফিদা হক জানান, ২০১৪ সালে শুরু হওয়া এ কর্মসূচি এবাব তৃতীয়বারের মত আয়োজন করা হয়েছে। সারাদেশে প্রায় ১ লাখ ১০ হাজার স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে অংশ নিবেন।
নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলা এবং সবুজায়নের এ উদ্যোগ বিভিন্ন স্কুল ও পাড়া মহল্লায় ছড়িয়ে পড়বে এ আশাবাদ ব্যক্ত করে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মেয়র।
অনুষ্ঠানে ডিএসসিসির ৪০নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল ইসলাম, স্থপতি মোবাশ্বের হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন