২০১৬ সালে বিএনপির আয় ৪ কোটি টাকা
২০১৬ সালে বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
রিজভী বলেন, ২০১৬ সালে আমাদের আয় হয়েছিল ৪ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা। ব্যয় হয়েছিল ৩ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৮৫২ টাকা। সে হিসাবে আমাদের উদ্বৃত্ত টাকার পরিমাণ ১৪ লাখ ৪ হাজার ৮৭৮ টাকা।
তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে আমাদের আয় অপেক্ষা ব্যয় বেশি ছিল। কিন্তু গত বছর আমাদের সম্মেলন হওয়ায় আমরা ডোনেশন পেয়েছিলাম। তাই আমাদের আয় বেশি হয়েছে।
বিএনপির এ নেতা বলেন, দলীয় সদস্যদের চাঁদা, সদস্য ফরম, দলের বিভিন্ন প্রকাশনা বিক্রি ও ডোনেশন থেকে আমাদের আয় হয়। অন্যদিকে দলীয় বিভিন্ন সভা-সমাবেশ, ইফতার পার্টিসহ সাংগঠনিক কর্মকাণ্ডে আমাদের অর্থ ব্যয় হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন