২০১৯ আইপিএল আসর দক্ষিণ আফ্রিকায়?
টি-টুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবারো নির্বাসনে যেতে পারে। ২০০৯ সালের মতো আরেকবার দক্ষিণ আফ্রিকায় আসরটি আয়োজন হতে পারে বলে জোর গুঞ্জন। ২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচন। আর সে কারণে প্রতিবছর এপ্রিল-মে মাসে অনুষ্টিত হওয়া আইপিএল অন্য দেশেই আয়োজিত হতে পারে সেবার।
লোকসভা নির্বাচনের কারণে দশ বছর আগেও ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় বসেছিল আইপিএলের আসর। সেবার দেশটি আয়োজক হিসেবে সফল হওয়ায় এবারো আইপিএল কতৃপক্ষের প্রথম পছন্দ দক্ষিণ আফ্রিকা। এছাড়া ২০১৪ সালে লোকসভা নির্বাচনের কারণেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় সেবারের আইপিএলের প্রথম দুই সপ্তাহের খেলা।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, কোন কিছু এখনো চূড়ান্ত না হলেও ২০১৯ আইপিএল দেশের বাইরে আয়োজন নিয়ে জোরালো ভাবে ভাবছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকাও আগ্রহীই বলে খবর।
এদিকে আইপিএলের ১২তম আসরটি নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা এগিয়েও আসতে পারে। প্রতিবছর এপ্রিল-মে মাসে বসে জনপ্রিয় এই টুর্নামেন্ট। তবে ২০১৯ সালের মে’র শেষ দিকে ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর। তাই আইপিএল মার্চ-এপ্রিলে আয়োজিত হতে পারে।
এবছর বসবে আইপিএলের একাদশ আসর। ৪ এপ্রিল থেকে ২৭ মে অনুষ্ঠিত হবে আসরটি। এমাসের শেষ দিকে হবে নিলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন