২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ শিপিং করর্পোরেশনের ৪১ কোটি ৪৭ লাখ টাকা মুনাফা অর্জন
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকান্ড যেখানে স্থবিরপ্রায়, সেখানে বিএসসি ২০১৯-২০ অর্থবছরে আয় করেছে প্রায় ৩২২ কোটি টাকা এবং ব্যয় হয়েছে ২৪৫ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে সংস্থার নিট মুনাফা হয়েছে ৪১.৪৭ কোটি টাকা।
বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করা হয়েছে।
প্রতিমন্ত্রী বুধবার ঢাকায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ভবনে অনলাইনে অনুষ্ঠিত বিএসসি’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে একটি শক্তিশালী নৌবাণিজ্য সহায়ক পরিবহন নেটওয়ার্কের ভিত গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌপরিবহন মন্ত্রণালয়কে সরাসরি নিজের অধীনে রেখেছিলেন। বঙ্গবন্ধুর সুচিন্তিত দিকনির্দেশনায় ১৯৭৪ সালের মধ্যে ২৬টি সমুদ্রগামী জাহাজ বিএসসির বহরে সংযোজনের ব্যবস্থা হয়েছিল। বঙ্গবন্ধু শিপিং-সেক্টরকে বিশ্বের যে জায়গায় নিতে চেয়েছিলেন; আমাদের দুর্ভাগ্য আমরা সে জায়গায় নিয়ে যেতে পারিনি। বঙ্গবন্ধরু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিএসসিকে আমরা আন্তর্জাতিকপর্যায়ে উন্নীত করতে সক্ষম হবো। ইতোমধ্যেই বিএসসি’র বহরে ৬টি নতুন জাহাজ যুক্ত হয়েছে। আরো ৬টি নতুন জাহাজ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ বছরে দেশ আজ তলানি থেকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন বলেই আজ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বিএসসি’র এজিএম করছি। দেশের জ্বালানি সংকট নিরসনে সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কয়লা, এলএনজি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেলপরিবহন ছাড়াও রাষ্ট্রীয় প্রয়োজন ও আর্থিকভাবে লাভজনক বিবেচনায় বিভিন্ন সাইজ ও ধরণের জাহাজক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) বিল, ২০১৯ পাশ করা হয়েছে। যার ফলে সরকারি পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সমুদ্রপথে পরিবহনে বিএসসি অগ্রাধিকার পাবে।
অনলাইন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির।
তথ্যবিবরণী-পিআইডি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন