২০২০ সালেই আসছে ৫জি ইন্টারনেট
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/01/5g-3-20190117093318.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আগামী ২০২০ সালে সরকার মোবাইল অপারেটরগুলোকে ৫জি এর জন্য লাইসেন্স প্রদান শুরু করবে। এ বছরই দেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ৫জি (ফিফথ জেনারেশন) ডেটা সেবা পাবেন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন- বিটিআরসি’র কমিশনার আমিনুল হাসান এ তথ্য জানান।
বুধবার (১৬ জানুয়ারি) বিটিআরসি কার্যালয়ে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ- টিআরএনবি`র সদস্যদের সঙ্গে এক সভায় কমিশনার বলেন, ২০২০ সালে সরকার মোবাইল অপারেটরগুলোকে ৫জি এর জন্য লাইসেন্স প্রদান শুরু করবে। আগামী বছর থেকে নির্বিঘ্ন ৫জি সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরগুলোকে অনেক কাজ সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, গত বছরের ১৯ ফেব্রুয়ারি সরকার গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটককে ৪জি লাইসেন্স প্রদান করার মধ্য দিয়ে দেশে চতুর্থ জেনারেশনের ডেটা সেবা যুগের সূচনা করে।
৪জি সেবা চালু হওয়ার পর থেকে দেশে মোট ১ কোটি ১৭ লাখ মোবাইল ব্যবহারকারী এই সেবা গ্রহণ করছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন