২০২০ সাল: সিলেট জুড়ে বেড়েছে হত্যাসহ নানা অপরাধ কর্মকান্ড

ফিরে দেখা ২০২০ সাল সিলেট জুড়ে রয়েছে দুঃখ সংবাদ। গোঠা সিলেটে বেড়েছে অপরাধ, হত্যা, ছিনতাইসহ নানা অপরাধ মুলক কর্মকান্ড। দিন-দিন হারিয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে নৈতিকতা। গত বছর ২০২০ সালে সিলেট বিভাগের চার জেলায় ২৬৪ জন হত্যার শিকার হয়েছেন। ২০১৯ সালের তুলনায় হত্যাকান্ড বেশি সংঘটিত হয়েছে ১৮টি। গত বছর কেবল হবিগঞ্জ জেলায়ই ঘটেছে ৮৮ হত্যাকান্ড।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এলাকায় ২০২০সালে ৩১টি হত্যাকান্ড ঘটেছে। ২০১৯ সালে এসএমপি এলাকায় হত্যাকান্ডের সংখ্যা ছিল ৩২টি। এ হিসেবে ২০১৯ সালের তুলনায় গেল বছর এসএমপিতে ১টি হত্যাকান্ড কমেছে। করোনাকালে এসএমপির ৬ থানায় এ সকল হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে। সিলেট বিভাগের ৪ জেলায় (এসএমপি ব্যতীত) গত বছর ২৩৩টি হত্যাকান্ডের ঘটনা ঘটে। ২০১৯ সালে হত্যাকান্ডের সংখ্যা ছিল ২১৪টি। ২০১৯ সাল থেকে ২০২০ সালে সিলেট রেঞ্জে ১৯টি হত্যাকান্ড বেড়েছে।

২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সিলেট জেলায় ১১টি হত্যাকান্ড কমেছে। ২০২০ সালের তুলনায় সুনামগঞ্জ জেলায় ৪টি হত্যাকান্ড কমেছে। ২০২০ সালের ৪৮টি হত্যাকান্ডের বিপরীতে ২০১৯ সালে এ জেলায় হত্যার ঘটনা ঘটে ৫২টি। মৌলভীবাজার জেলায় ২০২০ সালে হত্যাকান্ড সংঘটিত হয়েছে ৪২টি। ২০১৯ সালে এ জেলায় হত্যাকান্ডের সংখ্যা ছিল ৪৪টি। এক বছরে হত্যার ঘটনা কমেছে দুটি। হবিগঞ্জ জেলায় গেল বছর হত্যাকান্ড সংঘটিত হয় সর্বোচ্চ ৮৮টি। ২০১৯ সালে হবিগঞ্জ জেলায় হত্যাকান্ডের শিকার হয়ে ছিলেন ৫২ জন। তুলনামূলক ভাবে হবিগঞ্জ জেলায় ২০১৯ সালের তুলনায় গত বছর ৩৬টি হত্যাকান্ড বেড়েছে।

তবে এ হত্যা কান্ড বেশির ভাগ হচ্ছে জমি-জমা নিয়ে পূর্ব বিরোধ, গ্রাম অঞ্চলের আদিপত্য নিয়ন্ত্রণের বিরোধ, অর্থনৈতিক ঝামেলা, পারিবারিক কলহ, প্রেম প্রত্যাখ্যান করা সহ নানা কারণে। আবার অনেক আত্মহত্যার ঘটনাকে হত্যা মামলা হিসেবে ভিকটিমের স্বজনরা এজাহার দেন। তবে সবকটি ঘটনায় মামলার পাশাপাশি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেছে পুলিশ।