২০২২ এর মধ্যে মহাকাশে যাবেন তিন ভারতীয়
এবার আমেরিকা, রাশিয়া এবং চীনের পাশে নাম লেখাতে যাচ্ছে ভারত।
মহাকাশে মানুষ পাঠানো দেশের তালিকায় জুড়তে যাচ্ছে ভারতের নাম। এ লক্ষ্যে প্রায় ১০ হাজার কোটি টাকার ‘গগনযান’ প্রকল্প পাশ হল ভারতের মন্ত্রীসভায়।
শনিবার এ প্রকল্প পাশ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।
দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালের মধ্যে তিনজন ভারতীয়কে অন্তত এক সপ্তাহের জন্য মহাকাশে পাঠানো হবে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, মোট তিনটি মহাকাশযান পাঠাবে ভারত। তম্মধ্যে একটিতে থাকবেন ভারতীয় নভোচারীরা।
এ অভিযানে রাশিয়া এবং ফ্রান্সের সাহায্য নেবে ইসরো।
ইসরো আরও জানিয়েছে, প্রকল্প শুরুর ৪০ মাসের মধ্যে হবে প্রথম অভিযান। এই সময়ের মধ্যেই দেয়া হবে মহাকাশ-যাত্রার যাবতীয় প্রশিক্ষণ।
উল্লেখ্য, ২০০৮ সালেই মহাকাশ যাত্রার পরিকল্পনায় নেমে পড়ে ইসরো।
১৭৩ কোটি টাকা খরচ করে মহাকাশ যান ‘জিএসএলভি এমকে-থ্রি’ তৈরির কাজে এগিয়েও গিয়েছিল তারা।
তবে আর্থিক কারণে কাজটি থমকে যায় ইসরোর।
এবার ‘গগনযান’ প্রকল্প পাশের পর আবার কাজ শুরু করেতে যাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন