২০৩০ সালের বিশ্বকাপ ইংল্যান্ডে?
রাশিয়া বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। ভক্তদের মধ্যে এখনও চলছে তর্ক-বিতর্ক। পাশাপাশি শুরু হয়ে গেছে ২০২২ সালে কাতার বিশ্বকাপ নিয়ে জল্পনা-কল্পনাও। এছাড়া ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আর এরই মধ্যে, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইংল্যান্ড ফুটবলের প্রশাসনিক সংস্থা দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
এ ব্যাপারে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য নতুন মৌসুম থেকেই কাজ শুরু করে দেবে এফএ।
এদিকে ইংল্যান্ড বিশ্বকাপ আয়োজনের অনুমতি পেলে, ১৯৯৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর প্রথম বড় কোনো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে দেশটি। সর্বশেষ ১৯৬৬ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড।
তবে এর আগেই আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে যৌথভাবে ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে থাকার আবেদন করে রেখেছে। আবেদন করেছে মরক্কোও। এর আগে ২০১৮ সালেও ইংল্যান্ড বিশ্বকাপ আয়োজন করতে আবেদন করেছিল, কিন্তু রাশিয়ার কাছে হেরে যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন