২১ বার এভারেস্ট জয় করেছেন রিতা শেরপা!
পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ জয় করার স্বপ্নোতো অনেকেরই আছে। তবে কয়জনই বা এই স্বপ্নের বাস্তব রুপ দিতে পারেন? নেপালের অনেক শেরপাই একাধিকবার এভারেস্টের চূড়া জয় করেছেন। কিন্তু ৪৮ বছর বয়সী কামি রিতা শেরপার বিষয়টি পুরোপুরি আলাদা। তিনি সবচেয়ে বেশিবার সফল অভিযানের অনন্য রেকর্ডের মালিক হতে যাচ্ছেন।
ইতিমধ্যে ২১ বার তিনি এভারেস্টের শৃঙ্গে চড়েছেন। তবে এ রেকর্ড কামি রিতার সঙ্গে আরো দুজনের নামের পাশে রয়েছে। শীর্ষস্থানে যেতে চান রিতা শেরপা। ২২তম বারের মতো এভারেস্ট চূড়ায় ভ্রমণ শুরু করতে যাচ্ছেন তিনি।
এ সপ্তাহের প্রথমদিকেই তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমি আর একবার অভিযান করবো। এক অনন্য রেকর্ড গড়ে শেরপা সমাজ এবং আমার দেশকে গর্বিত করতে চাই।
তিনি মূলত ইউএস-ভিত্তিক একটি কম্পানি অধীনে এভারেস্টের গাইড হিসেবে কাজ করেন। তার মতো অভিজ্ঞ শেরপার নির্দেশনা অনুযায়ী বিদেশি পর্বতারোহীরা এভারেস্ট জয় করেন। গোটা অভিযানের পরিকল্পনা, জায়গামতো রশি বসানো এবং আহোরণের অন্যান্য বিষয় সঠিকভাবে দেখাশোনার দায়ভার তার ওপরই থাকে।
সূত্র : বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন