২২ জুন থেকে ঈদ ’স্পেশাল’ ট্রেন
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো জন্য ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ৭ জোড়া বিশেষ ট্রেন ঢাকা ছেড়ে যাবে। ঈদ শেষে আবার ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ঢাকায় যাত্রী ফেরত আনবে।
সোমবার সকালে রেলওয়ের ডিজি আমজাদ হোসেইন এ তথ্য জানান। তিনি বলেন, যাত্রী চাহিদা বিবেচনায় ২৩ জুনের পরিবর্তে রাজশাহী ও পাবর্তীপুরগামী ট্রেন ২২ জুন থেকে চলা শুরু করবে। এসব স্পেশাল ট্রেনের টিকিট আজকালের মধ্যে ছেড়ে দেয়া হবে বলেও তিনি জানান।
এছাড়া, বাকি যেসব স্পেশাল ট্রেন ২৩ জুন থেকে চলা শুরু করবে সেগুলো হলো দেওয়ানগঞ্জ স্পেশাল: ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা। চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২: চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম।
পাশাপাশি ঈদের দিন শোলাকিয়া স্পেশাল-১ চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার। একই দিন শোলাকিয়া স্পেশাল-২ চলবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন