২২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী
সেন্টমার্টিনের কাছাকাছি থেকে মাছ শিকারকালে ২২ জেলেসহ বাংলাদেশি চারটি ট্রলার আটক করে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগর থেকে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ।
ট্রলার মালিকরা হলেন- সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ, মোহাম্মদ ইউনুস।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ জানান, ‘মিয়ানমারের নৌবাহিনী ধরে নিয়ে যাওয়ার পর মোবাইল ফোনে জেলেদের সঙ্গে আলাপ হয়েছে। জেলেরা জানিয়েছে তাদের নৌবাহিনীর জাহাজে তুলেছে এবং ট্রলারগুলো জাহাজে বেঁধে রেখেছে। এখন মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানিয়েছেন, ‘বিষয়টি তিনি অবহিত হয়েছেন। এব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য বিজিবি ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন