২৩৫ জিম্মিকে মুক্তি দিল তালেবান
আফগানিস্তানের উত্তরাঞ্চলের মির্জা ওলাং নামক একটি গ্রাম থেকে ২৩৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে তালেবান। সম্প্রতি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জোটবদ্ধ হয়ে তালেবান ওই গ্রামটিতে প্রায় ৫০ নারী ও শিশুকে হত্যা করে।
ওই গ্রামে এখনো প্রায় ১০০ মানুষ তালেবানের জিম্মি হয়ে আছে বলে ধারনা করা হচ্ছে। বন্দী দশা থেকে মুক্তি হওয়া ব্যক্তিদের সার-ই-পুল প্রদেশে রাজধানী শহরে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় বয়োজ্যৈষ্ঠ ও প্রাদেশিক কর্মকর্তাদের মধ্যস্থতায় তাদের মুক্তি দেয়া হয়। সার-ই-পুল প্রদেশের গভর্নরের মুখপাত্র জাবিহুল্লাহ আমানি গতকাল মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন। সূত্র : রেডিও ফ্রি ইউরোপ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন