২৪ এর আন্দোলনেও ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে- মাহমুদুল হক রুবেল
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর – ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেছেন, বাংলাদেশের ছাত্রজনতার প্রতিটি ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা দেশ ও জনগনের পাশে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছে।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা আছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ২৪ এর আন্দোলনেও ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। মাহমুদুল হক রুবেল শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (০১ জানুয়ারী) বিকালে শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরে প্রদক্ষিন করে। পরে উপজেলা বিএনপি কার্যালয় এক আলোচনা সভা উপজেলা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর- ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন ও পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ আরো অনেকে।
এ সময় সিংগাবরুনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ সাদি সুমন, সম্পাদক সম্পাদক মাসুদ রানা, কাকিলাকুড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবায়ের হাসান, রাণীশিমুল ইউনিয়নের ছাত্রদল নেতা জুলকার, শান্ত, তাতিহাটী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, গোশাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অলি উল্লাহ, সাধারণ সম্পাদক হোসাইন, ভেলুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক মাসুদ রানা, শ্রীবরদী সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিল্লাত আকন্দ, সম্পাদক শিশির আহাম্মদ, গড়জরিপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহমতুল্লাহসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন