২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়তে পারে
ব্রহ্মপুত্র-যমুনা ও এর শাখা নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, মেঘনা ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাহাড়ি অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
রোববার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের পর্যবেক্ষণাধীন ৯৪টি পানি সমতল স্টেশনের মধ্যে ৪৮টিতে পানি সমতল বৃদ্ধি পেয়েছে, ৪৪টিতে হ্রাস পেয়েছে এবং দুটি অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে আবার দুটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে বলা হয়, গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামি ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জকিগঞ্জে ৯৫ মিলিমিটার এবং ময়মনসিংহে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন