২৪ নেতার বহিষ্কারাদের প্রত্যাহার: ময়মনসিংহের গৌরীপুরে মিছিল-সমাবেশ

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ নেতা-কর্মীরা বহিষ্কারাদেশ প্রত্যাহার ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে হিরণের নারী সমাবেশে হামলার বিচার এবং দাবিতে গৌরীপুরে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে।

‘ধানের শীষে ভোট চাই, মনোনয়ন পরিবর্তন চাই’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় স্থানীয় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের করে আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা।

মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম বলেন, আমাদের বিএনপি প্রার্থী মনোনয়ন প্রাপ্তির পর একদিন এসেছিলেন গৌরীপুরে। সেদিন আমাদের মা- বোনেদের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমাদের মা- বোনদের ওপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছেন আপনি কোনদিন গৌরীপুরের মা- বোনদের কাছে যেতে পারবেন না। যতদিন পর্যন্ত হিরণ সহ নেতা ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও মনোনয়ন পরিবর্তন করে হিরণকে ততদিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো।