২৫০ কিলোমিটার গাড়ি চালিয়ে কৃষক আন্দোলনে বৃদ্ধা!
গত সেপ্টেম্বরে ভারতের কৃষিখাত সংস্কারের লক্ষ্যে তিনটি কৃষি আইন পাস হয়েছে। এই এই আইনের প্রতিবাদে রাস্তায় দেশটির কৃষকরা।
বুধবার কৃষক আন্দোলন ২৮ তম দিন।
এদিকে কৃষক আন্দোলনে শামিল হতে পাঞ্জাবের পাতিয়ালা থেকে দলবল নিয়ে দিল্লির সিংঘু সীমানায় হাজির হলেন ষাটোর্ধ্ব মনজিৎ কাউর।
ঘরের ছেলেরা নিজেদের দাবি আদায়ে ঠান্ডা উপেক্ষা করে দিল্লিতে বসে রয়েছেন। তাই তিনি আর চুপ করে ঘরে বসে থাকতে পারেননি। কয়েকজন সঙ্গীকে নিয়ে ২৫০ কিলোমিটারের বেশি জিপ চালিয়ে সিংঘু সীমানায় হাজির হয়েছেন মনজিৎ। একটাই লক্ষ্য চলমান আন্দোলনে কৃষকদের পাশে থেকে আরও জোরদার লড়াইয়ের বার্তা দেওয়া।
এই সমস্যা সমাধান কবে হবে তার কোনো দিশা নেই। সরকার এবং কৃষক দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফলে যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। ভারতীয় কিসান ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ টিকায়েত দাবি করেছেন, সরকারের কাছ থেকে তারা কোনো ডাক পাননি এখনো।
কৃষিমন্ত্রী বৈঠকে বসার আহ্বান জানাননি। তিনি আরও জানান, সরকার যতক্ষণ না এই তিনটি আইন প্রত্যাহার করছে, কৃষকরা তাদের অবস্থান থেকে পিছু হঠবে না। টিকায়েতের কথায়, সরকারকে আমাদের কাছে আসতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন