২৫ আসনে জামায়াত নেতাদের প্রার্থিতা থাকছে : ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫টি আসনে জামায়াত নেতাদের প্রার্থিতা বহালের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, জামায়াতের নয়, কমিশন পর্যালোচনা করে দেখেছেন যে, তারা ধানের শীষের প্রতীকের প্রার্থী। তাই কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ বলেই সিদ্ধান্ত দিয়েছেন। আইনগতভাবে প্রার্থিতা বাতিলের এখতিয়ার নেই ইসির।

এর আগে, গত ১৮ ডিসেম্বর তিন কার্যদিবসের মধ্যে জামায়াতে ইসলামীর ২৫ জন সদস্যের প্রার্থিতা বাতিলের জন্য করা আবেদনের নিষ্পত্তি করতে নির্দেশ দেয় হাইকোর্ট।

নির্বাচনে ওই প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেন চার ব্যক্তি।

প্রসঙ্গত, হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট নির্বাচন কমিশন থেকে জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেয়। এরপর ইসি চলতি বছরের ২৯ নভেম্বর চূড়ান্তভাবে নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।