২৫% ছাড়ে চলছে মায়ের নীল শাড়ি’র প্রি-অর্ডার
তরুণ লেখক, উপস্থাপক ও সংগঠক নাহিদ আহসান এর প্রথম গল্পগ্রন্থ ‘মায়ের নীল শাড়ি’ আসছে এবারের বইমেলায়। সাহাদাত হোসাইন এর প্রচ্ছদে বইটি প্রকাশ করছে পুস্তক প্রকাশন। শিক্ষণীয় থেকে গভীর আবেগ-অনুভূতি, আবার বন্ধুত্ব, ষড়যন্ত্র, হাসি ও মন খারাপের গল্প সব মিলিয়েই এই গল্পগ্রন্থে মলাটবন্ধি হয়েছে নাহিদ আহসান এর লেখা এগারোটি গল্প।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ২৫% ছাড়ে বইটির প্রি-অর্ডার। ২০০ টাকা মলাটমূল্যের এই গল্পের বইটি প্রি-অর্ডারে পাওয়া যাবে ১৫০ টাকায়। আগামমী এক সপ্তাহ প্রি-অর্ডার চলবে বলে জানিয়েছেন লেখক নাহিদ আহসান। প্রি-অর্ডারে লেখকের অটোগ্রাফসহ দারুণ সব চমক থাকছে বইয়ের সাথে। প্রি-অর্ডারকারী প্রথম পঞ্চাশজন পাবেন প্রচ্ছদ অঙ্কিত কলম। প্রি-অর্ডারকারী প্রথম একশজনের মাঝে দৈবচয়নের ভিত্তিতে পাঁচজন পাবেন মায়ের জন্য হ্যান্ডপেইন্টেড নীল শাড়ি। এছাড়াও ৮ তারিখের ভেতর প্রি-অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি।
প্রি-অর্ডার ফর্ম: https://forms.gle/KtZexGdVBLG5aB6g7
শৈশব থেকে লেখালেখি করেন নাহিদ আহসান। লেখালেখি আর পাবলিক স্পিকিং এর পাশাপাশি কলেজ জীবন থেকে শুরু করেছেন সামাজিক সংগঠন ‘স্বপ্নদ্রষ্টা’র যাত্রা। ২০১৭ সালে চ্যানেল আগামী আয়োজিত ‘গ-তে গল্পকার’ ইভেন্ট’র ‘সেরা গল্পকার’ হিসেবে পুরস্কারও পান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন