২৬ জুনের মধ্যে সকল শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

পবিত্র ঈদুল আযহার আগে ২৬ জুনের মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ সকল প্রকার শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর চেয়ারম্যান মোঃ আশরাফ হাওলাদার।

২০ জুন ২০২৩ খ্রি. মঙ্গলবার বিকাল ৫ টায় ২২/১, তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে বিজিএমএ’র অঙ্গসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলন এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আশরাফ হাওলাদার বলেন, শ্রমিকরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। অথচ মালিকরা ঈদের সময় তাদের বেতন—বোনাস ঠিক মতো পরিশোধ করেন না। অনেক মালিকরা যে শ্রমিকদের ঘামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তাদের সঠিক মূল্যায়ন করেন না, তাদের কথা ভাবেন নাই। প্রতি ঈদই আমরা দেখতে পাই বেতন—বোনাস না পেয়ে শ্রমিকরা আন্দোলন করছেন। এবার যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

সাম্প্রতিক বাজেটে ন্যূনতম ২ হাজার টাকা করারোপের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বিজিএমএ চেয়ারম্যান বলেন, দেশের সাধারণ মানুষকে নানাবিধ প্রয়োজনে টিআইএন সার্টিফিকেট নিতে হয়। যারা শূন্য রিটার্ন জমা দেন তাদের বেশির ভাগই অসহায় গরিব মানুষ। করযোগ্য আয় না থাকার পরও দেশের অসহায় গরিব মানুষের উপর বাধ্যতামূলক ২ হাজার টাকা কর ধার্য করার সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধান পরিপন্থি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়ালি যুক্ত হয়ে তৃণমূল ঐক্যজোট ও তৃণমূল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে অসহায় শ্রমিকদের স্বার্থ রক্ষার আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান।

বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলন এর সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি সিরাজ মাস্টার, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর ভারপ্রাপ্ত মহাসচিব তোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ চৌধুরী, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি স্বেচ্ছাসেবক আন্দোলনের সভাপতি মোঃ শাহজাহান, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি ছাত্র আন্দোলনের সভাপতি সুভাষ চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সহ—সভাপতি মামুনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তিতুমীর চোকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, শ্রমিকনেতা শিয়াবুর রহমান সহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।