২৭ বছর পর ইরাকে যাবে সৌদির বিমান

টানা ২৭ বছর বিরতির পর ইরাকের আকাশসীমায় যাওয়া-আসা করবে সৌদি আরবের বিমান।
স্থানীয় সময় রোববার দিবাগত রাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক খবরে এ তথ্য জানানো হয়।
এসপিএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইরাকে প্রায় তিন যুগ পর প্রথম ফ্লাইটটিতে সাংবাদিক ও যাত্রীদের সঙ্গে থাকবেন সৌদি এয়ারলাইন্সের মহাপরিচালক (ডিজি) সালেহ বিন নাসের আল-জাসের।
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ১৯৯০ সালে প্রতিবেশী দেশ কুয়েতে আগ্রাসন চালান। এর প্রতিবাদে দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় সৌদি আরব।
চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে ইরাকের ক্রমবর্ধমান সম্পর্ক উন্নয়নকে হুমকি হিসেবে দেখে মিত্র দুই রাষ্ট্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দুই রাষ্ট্রই তেহরানের প্রভাব থেকে ইরাককে দূরে রাখতে চায়।
চলতি বছরের আগস্টে ইরাকের সঙ্গে থাকা আরার স্থলসীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি আরব। ১৯৯০ সাল থেকে এই সীমান্ত বন্ধ ছিল।
অক্টোবরে ইরাকের সঙ্গে যৌথ বাণিজ্য কমিশন গঠনের সিদ্ধান্ত নেয় সৌদির মন্ত্রিপরিষদ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন