২৮ ঘণ্টা ধরে ৬০ ফুট গভীর নলকূপে পড়ে আছে শিশুটি
২৮ ঘণ্টা ধরে ৬০ ফুট গভীর নলকূপে পড়ে আছে শিশুটি। তাকে উদ্ধারের জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছে উদ্ধারকর্মীরা।
তবে সফলতা আসেনি এখনও।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (৩ এপ্রিল) ভারতের উত্তর প্রদেশের ফারুকাবাদে একটি ৬০ ফুট গভীর নলকূপে পড়ে যায় আট বছর বয়সী সীমা।
শিশুটিকে উদ্ধার করতে সবরকম চেষ্টা করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। ২৮ ঘন্টা পেরিয়ে গেলেও আশা ছাড়ছেন না তারা।
উদ্ধার কাজে অংশ নেয়া ভারতীয় কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা জানিয়েছেন, মাটির ধসে পড়ায় বার বার উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে।
এ কারণে বৃহস্পতিবার কয়েক ঘণ্টার জন্য উদ্ধারকাজ বন্ধ রাখতে হয় বলে জানা গেছে।
সংবাদ মাধ্যম জানিয়েছে, উদ্ধারকাজের প্রয়োজনে নলকূপটির পাশে সমান্তরাল একটি কূপ তিরিশ ফুট পর্যন্ত খোঁড়ার পরে হঠাৎ খোঁড়ার পর মাটি আর বালি ধসে পড়তে শুরু করে। এতে উদ্ধারকর্মীদের দুইজন চাপা পড়েন। পরে কোনো রকমে তাদের উদ্ধার করা হয়।
এতে ওই শিশুকে উদ্ধারের বিষয়টি আরও পিছিয়ে যায়। তবে শিশুটি এখন পর্যন্ত গভীর নলকূপের ভেতরে সুস্থ আছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।
ফারুকাবাদের এসপি অনিল মিশ্র জানিয়েছেন, আগ্রা থেকে সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি দল উদ্ধারকাজে নেমেছে। তাদের সঙ্গে কাজ করছেন লক্ষ্ণৌও থেকে আসা কেন্দ্রীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর ১৫ সদস্যের একটি দল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন