২৯ পিস ইয়াবা সহ ঠাকুরগাঁওর পীরগঞ্জের মাসুদ গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/news-photo-21-05-23-1.docx-469x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঊনত্রিশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মাসুদ আলী (২৬) নামে এক মাদক ব্যাবসয়ীকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
গতকাল শনিবার (২০ মে) বিকেলে রানীশংকৈল উপজেলার কাতিহার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ পীরগঞ্জ উপজেলা দূর্গাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
থানা সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার এস আই প্রদিপ চন্দ্র মহন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনাকালে কাতিহার বাজার এলাকার পাঁকা সড়কের উপর থেকে তাকে আটক করে এবং তার কাছে থাকা উদ্ধারকৃত মাদক দ্রব্যের আলামত বিধি মোতাবেক জব্দ করেন। এ ঘটনায় রাণীশংকৈল থানায় ৩৬ (১) ধারা ১০ (ক) সারণির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা হয়েছে। যাহার মামলা নং-১১ ,গতকাল আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন