২ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

কাপ্তাই হৃদ হতে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১২টায় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারুফ।
মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ২ আগস্ট দিবাগত রাত ১২টার পর থেকে মাছ আহরণ শুরু হবে। ৩ আগস্ট ভোর ৬টা থেকে ল্যান্ডিং শুরু হবে। প্রতিদিন লেন্ডিং থাকবে ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সভায় এসময় জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ আজহারুল ইসলাম মুকুল, পিপিএম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন উপব্যবস্থাপক মোঃ মাসুদ আলম, জেলা বিএফডিসির মার্কেটিং অফিসার মোঃ আইয়ুব আফনান সহ জেলা মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে প্রতিবছরের ন্যায় ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা দেওয়ার হয়েছিল।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন