২ ঘণ্টা অপেক্ষা করেও খালেদার সাক্ষাৎ মেলেনি স্বজনদের
বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তার স্বজনরা।
মঙ্গলবার সোয়া ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেখা করতে আসেন তারা। ২ ঘণ্টা অপেক্ষা করে সাক্ষাত না পেয়ে সোয়া ৯টার দিকে ফিরে যান তারা।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, খালেদা জিয়ার বোন সেলিনা ইসলামসহ পরিবারের ৫ সদস্য দেখা করতে গিয়েছিলেন। কিন্তু তারা সোয়া ২ ঘণ্টা অপেক্ষা করে দেখা না পেয়ে ফিরে গেছেন।
উল্লেখ্য, কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য গত ৬ অক্টোবর নাজিম উদ্দিন রোডের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
কারাবিধি অনুযায়ী রাতে কোনো বন্দির সঙ্গে দেখা করার সুযোগ নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন