‘৩০ জুনের পর নিবন্ধন ছাড়া অনলাইন পত্রিকা বন্ধ’
নিবন্ধন না করলে ৩০ জুনের পর কেউ অনলাইন পত্রিকা চালাতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী ডা. হাসান মাহমুদ। তিনি বলেন, এ পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন পড়েছে ৮ হাজার।
শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক প্রশ্নোত্তর ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমরা সমস্ত অনলাইন গুলোকে রেজিষ্ট্রেশনের জন্য ৩০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এরপর তথ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বৈধ অনলাইন পত্রিকার তালিকা প্রকাশ করব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন