৩২ ধারায় মামলা হলে সাংবাদিকদের পক্ষে লড়বেন আইনমন্ত্রী
ডিজিটাল আইনের ৩২ ধারা সাংবাদিকদের ঘায়েল করার জন্য নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, এই ধারা অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে বাধা হবে না।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আইন বিটের সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘ মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
অনুসন্ধানী সাংবাদিকতা করার কারণে যদি কোনো সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা করা হয় তাহলে আইনমন্ত্রী নিজেই সেই সাংবাদিকের পক্ষে বিনা খরচে মামলা পরিচালনা করবেন বলেও আশ্বস্ত করেন তিনি।
এমনকি আইনটি পাস করার আগে সাংবাদিকদের বিষয়টি বিবেচনা করা হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, সহসভাপতি মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নুসহ অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন