৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলেন সাতক্ষীরার তালার ২০৬ পরিবার

সাতক্ষীরার তালায় ৩৩৩ নম্বরে মানবিক খাদ্য সহায়তার জন্য ফোন করায় ২০৬ পরিববারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান।

উপজেলা প্রশাসনের আয়োজনে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাছুম পারভেজ হালিম প্রমুখ।

এ সময় তালা সদর ইউনিয়নের ২০ জন অসহায় ব্যক্তিকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকতা মো. তারিফ-উল-হাসান বলেন, মানবিক খাদ্য সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দ দেয়া হয়েছে। এখানে যারা ত্রাণ সহায়তার জন্য ৩৩৩ নম্বরে ফোন করছেন সেই সকল কলারদের সনাক্ত করে মানবিক খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।