৩৫০ কোটি টাকা বেতনে পিএসজিতে যাচ্ছেন মেসি
নানা গুঞ্জনের অবসান হতে যাচ্ছে। চলতি সপ্তাহে বার্সেলোনাকে বিদায় জানানো লিওনেল মেসি যোগ দিচ্ছেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। দুই বছরের চুক্তিতে ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩৫০ কোটি টাকা) বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন তিনি।
আগামী কয়েকঘণ্টা পরই ফ্রান্সে যাবেন মেসি। এমনটাই নিশ্চিত করেছেন কয়েক বছর ধরে দলবদলের বিশ্বস্তসূত্র হয়ে ওঠা ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিসিও রোমানো।
রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির বাইরে আরও এক বছর রাখবেন মেসি। এরপর যদি ইচ্ছে করেন তাহলে আরও এক বছর সেখানে খেলতে পারবেন তিনি। পিএসজির সঙ্গে সব মিলিয়ে চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত।
প্রসঙ্গত, দীর্ঘ ২১ বছরের ক্লাব ক্যারিয়ারের পর বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় মেসি। ক্লাবের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে সবকিছু চূড়ান্তই থাকলেও তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অর্থনৈতিক বাধ্যবাধকতা। পরে এক আনুষ্ঠানিক ঘোষণায় কাতালান ক্লাবটি জানায়, মেসি আর থাকছেন না তাদের ক্লাবে। এরপর মেসিও নিজে থেকে ক্লাবকে বিদায় জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন