৩৫ লাখ ডলার রোহিঙ্গাদের সুরক্ষায় দেবে জাপান
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষায় ৩৫ লাখ ডলার সহায়তা দেবে জাপান। এ লক্ষ্যে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে জাপান সরকারের একটি চুক্তি হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, চুক্তি অনুসারে প্রাপ্ত অর্থ কক্সবাজার ক্যাম্পে ও নোয়াখালীর ভাসানচরে বসবাসকারী রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ব্যয় হবে।
এ বিষয়ে বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ বলেন, রোহিঙ্গাদের প্রতি জাপান সরকার ও তাদের জনগণের সমর্থন এবং শরণার্থীদের আশ্রয় দেওয়া বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতির জন্য ইউএনএইচসিআর কৃতজ্ঞ।
বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি, উন্নতি ও নিরাপত্তা বাড়ানোর দৃঢ় প্রত্যাশায় এ প্রকল্পে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন