৩৮তম বিসিএসের আবেদনের রেকর্ড ভাঙলো ৪০তম
বিসিএস পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা প্রতিবারই বাড়ছে। ৩৫ তম বিসিএসে প্রাথীদের আবেদনের রেকর্ড ছাড়িয়ে যায় ৩৮ তমে, যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ আবেদনের রেকর্ড। সেই সেকর্ডটি এবার ৪০ তমে এসে ছাড়িয়ে গেলো।
বৃহস্পতিবার ৪০ তম বিসিএসে আবেদনের শেষ দিন ছিল।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজর ৫৩৩ জন প্রার্থী ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছেন। ফি দেয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ৭৮ হাজার। অর্থাৎ এবার মোট আবেদনকারীর সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়ে যেতে পারে।
এর আগে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন। আর ৩৫ তমে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন।
পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ১১ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর থেকে এই বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয়। এবারের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন