৩ দফা দাবি নিয়ে জবি শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও
পূর্ব ঘোষণা অনুযায়ী ১ ঘণ্টার মধ্যে মন্ত্রণালয়ের চিঠির সংশোধনী না আসায় মন্ত্রণালয় সামনে অবস্থান নিয়েছে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে অনশনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দলে দলে যোগ দিয়েছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এতে সচিবালয়ের সামনের রাস্তার যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এ সময় তারা দ্বিতীয় ক্যাম্পাস প্রশাসন কবে দিবা আবাসন, ক্যাম্পাস আমার অধিকার, জগন্নাথের একশন ডাইরেক্ট একশন বল স্লোগান দিতে থাকেন।
সোমবার (১৩ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিকে ‘অস্পষ্ট’ আখ্যা দিয়ে শিক্ষার্থীরা তা এক ঘণ্টার মধ্যে সংশোধনের দাবি জানিয়েছিল। একই সঙ্গে দাবি পূরণে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না এলে আজ রাতেই সচিবালয়ে অবস্থানের ঘোষণা দেয় শিক্ষার্থীরা
এর আগে দুপুর ২টায় ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে অনশনকারীরা জানান, মন্ত্রণালয় তাদের দাবির বিষয়ে পরিষ্কার কোনো আশ্বাস দেয়নি। বিকেল ৪টায় তারা চিঠি সংশোধনের দাবি জানিয়েছিল এবং দ্রুত সুনির্দিষ্ট রূপরেখাসহ নতুন চিঠি না পাওয়ায় রাতে সচিবালয়ে অবস্থান নেয়ার সিদ্ধান্ত জানায় আন্দোলনকারীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন