৩ দিন ধরে নিখোঁজ কল্যাণ পার্টির মহাসচিব
২০ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।
গত ২৭ আগস্ট রোববার রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে অবস্থিত বাসভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
আমিনুর রহমানের পরিবারের বরাত দিয়ে জোটের আরেক শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত রোববার রাত ১০টার পর থেকে এখন পর্যন্ত আমিনুরের মোবাইল ফোন বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে তার পরিবার, দলের সহকর্মীরা ও রাজনৈতিক সহকর্মীরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তার পরিবারের পক্ষ থেকে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
দলের পক্ষ থেকে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিখোঁজ মহাসচিব আমিনুর রহমানকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন