৩ নভেম্বর নিজেদের রাজনৈতিক অবস্থান জানাবে কাদের সিদ্দিকী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/04/kader-siddik.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী ৩ নভেম্বর নিজেদের অবস্থান পরিষ্কার করবে কৃষক শ্রমিক জনতা লীগ।
বুধবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে দেশের রাজনীতির জন্য মাইল ফলক বলেও মন্তব্য করেন তিনি।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘সত্যিকারের যথার্থ সংলাপ হলে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হবে। আমরা আমাদের সিদ্ধান্ত ৩ নভেম্বর জেলহত্যা দিবসে কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজিত সভায় ঘোষণা করব। সেই কর্মসূচির প্রধান অথিতি থাকবেন ড. কামাল হোসেন।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন