মাগুরায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিত সম্মেলন
৩ বছরে জেলা মাছ চাষে স্বয়ং সম্পূর্ণ হবে
মাগুরা প্রতিনিধি ॥ ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে মাগুরায় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা মৎস্য ভবনে দুপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা মৎস্য বিভাগ। ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত নানা আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়- জেলায় মোট মাছের চাহিদা ১৮হাজার ১৩১ মেট্রিকটন। এর মধ্যে গত মৌসুমে মাছ উৎপাদন ছিল ১৬ হাজার ৪৭ মেট্রিকটন। ঘাটতি ছিল ২ হাজার ৮৩ মেট্রিকটন। এ ঘাটতি মোকাবেলায় জেলায় বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।এর ফলে প্রতি বছর মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আগামী ৩ বছরের মধ্যে জেলার চাহিদা শতভাগ পূরণের মত উৎপাদন সক্ষমতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার নারায়ন চন্দ্র দাস, মৎস্য বিভাগের সিনিয়র সহকারি পরিচালক মো: ইকবাল হোসেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ইকবাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ অন্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন