৪০ সিমেন্টের ব্যাগে তৈরি বিয়ের পোশাক!
বিবাহ, জীবনের গুরুত্বপূর্ণ এ দিনটি ঘিরে বর্ণিল আয়োজনে অতিথিদের চোখ ধাঁধাতে ব্যতিক্রম আয়োজনের চেষ্টা থাকে সবারই। পুরো আয়োজনে অতিথিদের আকর্ষণের অনেক বস্তু থাকলেও কণের পোশাকের প্রতি কমবেশি সবারই আলাদা নজর থাকে।
আর সে পোশাকই যদি ‘ব্যতিক্রম’ কিছু হয় তা হলে আকর্ষণের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ।
সম্প্রতি চীনের প্রত্যন্ত একটি গ্রামের ২৮ বছর বয়সী এক তরুণী সিমেন্টের ব্যাগ দিয়ে বিয়ের পোশাক তৈরি করে বেশ আলোচিত হয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ইউনিক পোশাকের সেই ছবি।
এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাড়ি তৈরির পর তান লিলি’র ঘরে ৪০টি সিমেন্টের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো। বৃষ্টিস্নাত এক বিকেলে হঠাৎ খেয়ালের বশে তিনি ওই সিমেন্টের ব্যাগ দিয়ে গাউন আকৃতির একটি বিয়ের পোশাক তৈরি করে ফেলেন। এরপর সেই পোশাক পরিহিত ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দেন। যা এখন আলোচিত।
১৮ বছর বয়সে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া তানের বাবা চার বছর আগে ক্যান্সারে মারা যান। গত বুধবার (২৬ সেপ্টেম্বর) বৃষ্টি থাকায় মাঠে না গিয়ে চোখের সামনে পড়ে থাকা সিমেন্টের ব্যাগ দিয়ে মাত্র তিন ঘণ্টায় বিয়ের এ পোশাকটি তৈরি করে ফেলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন