৪৪৮ কোটি ডলারে বিক্রি হলো ইয়াহু
৪৪৮ কোটি ডলারে ইয়াহুকে কিনে নিয়েছে আমেরিকার নিউ জার্সিভিত্তিক টেলিকম কোম্পানি ভেরাইজন। বিক্রি হয়ে যাওয়ায় চুক্তি অনুযায়ী ২০১২ থেকে দায়িত্বে থাকা ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মায়ার পদত্যাগ করবেন। গতকাল বৃহস্পতিবার ইন্ডিপেনডেন্টের অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরে ইয়াহুকে কিনে নেয়ার বিষয়ে ৪৮০ কোটি ডলারে চুক্তি করে ভেরাইজন। এর মধ্যে দুটি বড় মাপের সাইবার হামলার শিকার হওয়ায় ইয়াহুর ভাবমূর্তি হুমকির মুখে পড়ে। এতে চুক্তি চূড়ান্ত করার বিষয়টিও পিছিয়ে যায়।
ওই সাইবার হামলায় ইয়াহুর ১০০ কোটির বেশি অ্যাকাউন্ট হ্যাক হয়। হ্যাকাররা ই-মেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, টেলিফোন নম্বর ও পাসওয়ার্ডসহ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন