৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে। গাজীপুরের সালনায় সকাল ১০টায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শেষ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় এসে পৌঁছালে ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে এ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়। পরে
লাইনচ্যুত বগিটি উদ্ধারে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন