৪ লাখ ডলারে নিলামে উঠছে স্টিভ জবসের বিএমডব্লিউ
স্টিভ জবস। মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
প্রয়াত এ প্রযুক্তিবিদের ব্যবহৃত একটি বিএমডব্লিউ জেড ৮ স্পোর্টস কার নিলামে উঠছে।
আরএম সদবি নামে একটি প্রতিষ্ঠান গাড়িটি আগামী ৬ ডিসেম্বর নিউইয়র্কে নিলামে তুলতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে সর্বোচ্চ ৪ লাখ ডলারে গাড়িটি বিক্রি হতে পারে।
জানা গেছে, স্টিভ জবস অ্যাপলের স্থায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পাওয়ার পর ২০০০ সালে গাড়িটি ক্রয় করেছিলেন। সে সময় জবসের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ হয়েছিল। তবে তিন বছর ব্যবহারের পর গাড়িটি বিক্রি করে দিয়েছিলেন তিনি।
সিলভার রঙের গাড়িটির নিবন্ধন এখনো স্টিভ জবসের নামেই রয়েছে এবং এর ডিসপ্লেতে একটি প্রকৃত মটোরোলা ফ্লিপ-ফোন বিল্টইন হিসেবে আছে। গাড়িটি এ পর্যন্ত চলেছে মাত্র ১৫ হাজার ২০০ মাইল। গাড়িটির বহির্ভাগে ‘টাইটেনিয়াম’ এবং অভ্যন্তরীণ সজ্জায় কালো লেদার ব্যবহার করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন