৫০ আফগান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের
সপ্তাহব্যাপী সীমান্ত সংঘর্ষে আফগান নিরাপত্তা বাহিনীর ৫০ সদস্যকে হত্যার দাবি করেছে পাকিস্তান সীমান্ত বাহিনী।
রোববার পাকিস্তানের বালুচিস্তান ফ্রন্টিয়ার কোরপসের ইন্সপেক্টর জেনারেল (আইজি) মেজর জেনারেল নাদীম আঞ্জুম এ দাবি করেন।
তিনি বলেন, বিনা উস্কানিতে আফগান সীমান্ত বাহিনী হামলা চালালে জবাব দেয় পাকিস্তান। এতে আফগান নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৫০ সদস্য নিহত এবং আরও ১০০ সদস্য আহত হন।
আফগানিস্তানের চার থেকে পাঁচটি নিরাপত্তা চৌকি ধ্বংস করে দেয়ার দাবি করে আইজি নাদীম আঞ্জুম বলেন, ‘যেহেতু তারা (আফগান সেনা) আমাদের মুসলিম ভাই, তাই আমরা তাদের এই হতাহতের ঘটনায় খুশি নই।’
গত সপ্তাহজুড়ে চলা এই সংঘর্ষে পাকিস্তানের দুই সেনা নিহত এবং নয়জন আহত হয়েছেন বলেও স্বীকার করেছেন তিনি।
আইজি নাদীম আঞ্জুম বলেন, একটি আদমশুমারি দলের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর ওপর আফগান সীমান্ত বাহিনীর হামলার মধ্য দিয়ে চামান সীমান্তে ওই সংঘর্ষের সূত্রপাত হয়।
তিনি দাবি করেন, ওই আদমশুমারির বিষয়টি আফগান কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। কিন্তু বিনা উস্কানিতে চালানো ওই হামলায় ১২ জন নিহত এবং ৪০ আহত হন।
পাকিস্তান সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, একপর্যায়ে গত ৫ মে আফগানিস্তান অস্ত্রবিরতি চায়। পাকিস্তান তা গ্রহণ করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন