৫০ ঘণ্টার লোডশেডিংয়ের ফাঁদে পড়বে সিলেট
গ্যাস লাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামী ৪ সেপ্টেম্বর সোমবার টানা ৫০ ঘণ্টার লোডশেডিংয়ের ফাঁদে পড়তে যাচ্ছে সিলেট।
৪ সেপ্টেম্বর মধ্যরাত থেকে পরবর্তী ৫০ ঘণ্টা এই লোডশেডিং চলবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের সিলেট কার্যালয়ের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস।
রতন কুমার জানান, বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরন ৪ সেপ্টেম্বর রাত ১২টা এক মিনিট থেকে তাদের গ্যাস লাইনে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ করবে। এ মেরামত ও সংরক্ষণ কাজ চলবে পরবর্তী ৫০ ঘণ্টা পর্যন্ত।
ওই সময়ে সিলেট অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহে গ্যাস সরবরাহ সীমিত, ক্ষেত্রবিশেষ বন্ধ থাকবে। ফলে সিলেট জেলায় পিক আওয়ারে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম হবে। এজন্য সিলেট নগরী ও বিভিন্ন উপজেলায় লোডশেডিং হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন