৫০ যাত্রী নিয়ে মাছের ঘেরে পিকনিকের বাস

যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুরে পিকনিকের বাস মাছের ঘেরে পড়ে সাব্বির নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার আগরদাড়ি থেকে মংলাগামী পিকনিকের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছের ঘেরে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কেশবপুর উপজেলার ত্রিমোহেনী ইউনিয়নের মেম্বার আজিজুর রহমান জানান, সাতক্ষীরার আগরদাড়ি এলাকার শিশুসহ ৫০ জন মংলায় পিকনিকে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে পিকনিকের বাসটি তার শ্রীরামপুরের মাছের ঘেরের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে। ৫ বছরের একটি শিশু ছাড়া বাকি সবাইকে জীবিত উদ্ধার করেন তারা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।
কেশবপুর থানার ওসি মোহাম্মাদ শাহীন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















