৫৫ বছর পর পদার্থবিদ্যায় নারী বিজ্ঞানীর নোবেল বিজয়
পঞ্চান্ন বছরের মধ্যে এবছরই প্রথম পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন একজন নারী বিজ্ঞানী।
ইতিহাসের তৃতীয় নারী গবেষক হিসেবে এবছর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন কানাডার ডনা স্ট্রিকল্যান্ড।
মার্কিন গবেষক আর্থার অ্যাশকিন ও ফরাসি গবেষক জেরার্ড মরুর সঙ্গে যৌথভাবে স্ট্রিকল্যান্ডকে এ বছরের পুরস্কার দেয়া হয়েছে।
লেজার ফিজিক্সে অবদান রাখার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে।
আগে ১৯০৩ সালে ম্যারি কুরি এবং ১৯৬৩ মারিয়া গেপার্ট-মেয়ার পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
ড. মরু ও স্ট্রিকল্যান্ডের গবেষণার ফলে সবচেয়ে ক্ষুদ্র ও তীব্রতম লেজার স্পন্দন আবিষ্কারের পথ প্রশস্ত হয়েছে।
প্রতি বছর কোটি কোটি মানুষের চোখে লেজার সার্জারিতে এই লেজার ব্যবহার করা হয়। এছাড়াও ক্যান্সার চিকিৎসাতেও এই লেজারের ব্যবহার করা হয়।
‘পদার্থ বিজ্ঞান পুরুষদের হাতে গড়া,’ বিখ্যাত গবেষণাগার সার্নে বক্তৃতা দেয়ার সময় সম্প্রতি মন্তব্য করেন ইতালিয় বিজ্ঞানী আলেসান্দ্রো স্ট্রুমা। এর কয়েকদিন পরেই নোবেল কমিটি পদার্থ বিজ্ঞানে ডনার নাম ঘোষণা করলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন