৫৭ ধারায় মামলা : সাংবাদিক হেলালের হাইকোর্টে জামিন
তথ্যপ্রযুক্তি আইন ৫৭ ধারায় দায়ের করা মামলায় সাংবাদিক আজমালুল হক হেলালকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সাংবাদিক হেলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শামিমা ইসলাম মৌ।
এর আগে গত শুক্রবার পিরোজপুরের এমপি রুস্তম আলীকে নিয়ে লেখা একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করাকে কেন্দ্র করে মঠবাড়িয়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা দায়ের করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন