৬২ আর ১৭ এর মধ্য অনেক তফাৎ : চীনকে পাল্টা হুমকি ভারতের
ভারতের সিকিম সীমান্তে চীন সেনার অনুপ্রবেশের ঘটনায় নতুন করে শুরু হয়েছে ভারত-চীন অশান্তি। এবার চীনকে সেই কটাক্ষের জবাব দিলেন ভারতের অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি।
চীনকে পাল্টা হুমকি দিয়ে তিনি বলেন, ১৯৬২-র ভারত আর ২০১৭-র ভারতের মধ্যে অনেক তফাৎ রয়েছে। চীন সেনার তরফ থেকে করা মন্তব্যের পর এই প্রতিক্রিয়া দেন জেটলি।
ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত সিকিম ঘুরে আসার পরেই ভারতের প্রতি চরম হুঁশিয়ারি দেয় চীন৷ নাম না করে তারা কটাক্ষ করেছেন সেনা প্রধানকে ও ১৯৬২-র ভারত-চীন যুদ্ধের প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছে ভারতকে৷
বৃহস্পতিবার পিপলস লিবারেশন আর্মি’র মুখপাত্র উ ইয়ান জানিয়েছে, যে ব্যক্তি এমন মন্তব্য করেছে তার ইতিহাস ঘেঁটে দেখা উচিত৷ এমনকি ভারতীয় সেনা বেআইনি ভাবে চিনের জমিতে ঢুকে পড়েছিল বলেও অভিযোগ করেছে সে৷ তার দাবি সিকিমের ডোকলাম সেক্টরে তাদের নিজেদের জমিতে কাজ করছিল চীনা সেনারা৷ সেখানে ঢুকে চীনা সেনাদের কাজে বাঁধা দেয় ভারতীয় সেনা৷
প্রসঙ্গত, সিকিম সেক্টরে ঢুকে সীমান্ত চুক্তি লঙ্ঘণ করায় বৃহস্পতিবার চীনকে কড়া হঁশিয়ারি দিয়েছে ভুটানও৷ তাদের পক্ষ থেকে বলা হয়েছে কোনওভাবেই তাদের সীমান্তে চীনা বাড়বাড়ন্ত বরদাস্ত করা হবে না৷ চীন ও ভারতের মধ্যে ক্ষুদ্র পাহাড়ি দেশ ভুটান৷ ফলে তার অবস্থানের বিশেষ গুরুত্ব দেয় বেজিং ও নয়াদিল্লি৷
সিকিমের ডোকলামের জোম্পলরি এলাকায় চীনের সড়ক নির্মাণকাজকে দ্রুত বন্ধ করার কথা বলেছে বজ্র ড্রাগেনর দেশ৷ সাম্প্রতিককালে চীনের সেনা, ভুটানের সেনা শিবিরের দিকে সড়ক নির্মাণের কাজ শুরু করে, যা এই দুই দেশের চুক্তি লঙ্ঘন করছে৷-কলকাতা ২৪
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন